শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে তাদের অধীনস্থ নয় : ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে তাদের অধীনস্থ নয় : ম্যাক্রোঁ

ব্যাপক সমালোচনার পর তাইওয়ান ইস্যুতে করা সাম্প্রতিক মন্তব্যের পক্ষে এবার মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার অর্থ তাদের অধীনস্থ হওয়া নয়। বিবিসি জানায়, নেদারল্যান্ডস সফররত অবস্থায় বুধবার এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘মিত্র হওয়ার অর্থ অধীনস্থ হওয়া নয়। আমরা যুক্তরাষ্ট্রের মিত্র। তবে এর অর্থ এমন নয় যে নিজেদের নিয়ে চিন্তা করার অধিকার নেই আমাদের।’ সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে ফেরেন ম্যাক্রোঁ। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। এর পরই তিনি বলেছিলেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। বকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা। এমন মন্তব্যের জেরে আটলান্টিকের তীরবর্তী দেশগুলোর রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতাদের চরম সমালোচনার মুখে পড়েন ম্যাক্রোঁ। তবে সমালোচনা উপেক্ষা করে নিজ মন্তব্যেই অটল থাকলেন তিনি। ম্যাক্রোঁ বলেন, ‘এক চীননীতি ও পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ফ্রান্সের সমর্থনের কোনো পরিবর্তন ঘটেনি।’ ফ্রান্স চীনের দিকে ঝুঁকছে, এমন অভিযোগ তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি ফরাসি প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর