সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ন্যাটোর সদস্য হতে ফের আকুতি

ন্যাটোর সদস্য হতে ফের আকুতি

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর আগ থেকে পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটোর সদস্য হওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর সোয়া বছর পর ফের সেই আকুতি জানালেন জেলেনস্কি। শনিবার রাতে এক ভাষণে ন্যাটোতে যত দ্রুত সম্ভব যোগ দেওয়া কিয়েভের প্রত্যাশার ব্যাপারটি পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমরা জোটে যোগ দেওয়ার আগেই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন। আগামী জুলাইতে লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যাতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায়, সে কথা মাথায় রেখেই এই আহ্বান জানালেন জেলেনস্কি। তিনি আরও বলেন, ‘আমরা জোটে যোগ দেওয়ার আগেই ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।’ গত কয়েক বছর ধরেই ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে আসছে ইউক্রেন। কিন্তু ফেব্রুয়ারিতে জোটের প্রধান ইয়েন্স স্টোলটেনব্যার্গ বলেন, ‘ইউক্রেন আমাদের জোটের সদস্য হবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এতে লম্বা সময় লাগবে।’ কিন্তু দ্রুততম সময়ে জোটভুক্ত হওয়ার আবেদন জানিয়ে আসছেন জেলেনস্কি।

ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি    নিষিদ্ধ করছে পোল্যান্ড-হাঙ্গেরি : ইউক্রেন থেকে আমদানি করা শস্য নানা জটিলতায় পোল্যান্ডসহ মধ্য ইউরোপের দেশগুলোতে আটকে যাচ্ছে। যার ফলে স্থানীয় বাজারে শস্যের দাম পড়ে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেদের কৃষি ক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার।

সর্বশেষ খবর