বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে গরমে স্কুল বন্ধ

ঈদের কেনাকাটায় ব্যস্ত কলকাতা শহর। কিন্তু এই শহরে এখন তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই। কলকাতাসহ পশ্চিমবঙ্গে এখন এই অবস্থা। প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস। রাজ্যের আবহাওয়া দফতর বলেছে, আরও তিন-চার দিন চলবে এই গরম। এরপর দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার দমদম এলাকার তাপমাত্রা উঠে যায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতাসহ এ রাজ্যের ২৩ জেলায় তাপমাত্রার দাপট চলে। শুধু গতকালই নয়, কয়েক দিন ধরে চলছে তাপমাত্রার এই দাপট। এ অবস্থায় পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান (সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সর্বশেষ খবর