মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপালের আত্মসমর্পণ

খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপালের আত্মসমর্পণ

৩৬ দিন ধরে পালিয়ে থাকার পর আত্মসমর্পণ করলেন পাঞ্জাবের কট্টরপন্থি নেতা অমৃতপাল সিং। পাঞ্জাবের মোগা জেলায় রোড গ্রামে গুরুদ্বারের বাইরে আসেন অমৃতপাল এবং পুলিশ তাকে গ্রেফতার করে। এ গ্রাম হচ্ছে ভিন্দ্রানওয়ালের পৈতৃক গ্রাম। পুরো গ্রামটা পুলিশ ঘিরে ফেলেছিল। কট্টরপন্থি নেতা অমৃতপাল রবিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ভারতীয় গণমাধ্যম বলছে, স্ত্রীকে বাঁচাতেই তিনি আত্মসমর্পণ করেছেন। অমৃতপালের স্ত্রী কিরণদীপ কাউর ব্রিটিশ নাগরিক। গত ফেব্রুয়ারিতে তিনি বিয়ের জন্য ভারতে আসেন। আগামী জুলাইতে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সূত্র জানাচ্ছে, অমৃতপাল প্রথমে তার স্ত্রীকে যুক্তরাজ্যে পাঠাতে চেয়েছিলেন। তারপর অন্য দেশে পালাবার পরিকল্পনা ছিল তার। কিরণদীপ সম্প্রতি অমৃতসর থেকে লন্ডনে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাকে যেতে দেয়নি। অমৃতপাল পলাতক হওয়ার পরই কিরণদীপের ওপর নজর রাখছিল পুলিশ। সূত্র জানাচ্ছে, তারপরই মতবদল করে অমৃতপাল। স্ত্রী যাতে নিরাপদে ফিরতে পারেন, তার জন্য আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। অমৃতপালকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় কনস্যুলেটে খালিস্তানপন্থিদের দেওয়াল লিখন কর্মসূচি হয়েছে। অমৃতপালকে গ্রেফতার করে আসামের ডিব্রুগড় জেলে রাখা হয়েছে। ডিব্রুগড় জেল খুবই সুরক্ষিত। এ জেলেই তার আট সহযোগীকেও রাখা হয়েছে।

তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ এনেছেন গোয়েন্দারা। অভিযোগ হলো অমৃতপাল পাকিস্তানের আইএসআইয়ের কাছ থেকে অস্ত্র নিয়ে পাঞ্জাবকে সাম্প্রদায়িক দিক থেকে ভাগ করার চেষ্টা করেছেন। পাঞ্জাবের তরুণদের অস্ত্রশিক্ষাও দিয়েছেন। আবার খালিস্তান আন্দোলনকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর