মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
জি-২০ সম্মেলন

বাইডেন ভারত সফরে যাচ্ছেন সেপ্টেম্বরে

বাইডেন ভারত সফরে যাচ্ছেন সেপ্টেম্বরে

আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সফর মূলত জি-২০ সম্মেলনে যোগ দিতেই। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। মার্কিন প্রেসিডেন্টের এই সফর, দুই দেশকে আরও কাছাকাছি এনে দেবে বলে মনে করছেন লু। বাইডেনও এই সফরের জন্য উন্মুখ ছিলেন বলে জানান।

প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। এবার এই সম্মেলনে সভাপতিত্ব করছে নয়াদিল্লি। গত মার্চ মাসে জি-২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেন। জি-২০ সম্মেলনে যোগদানের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠকও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিতে পারেন বলে গত মার্চ মাসে মস্কোর তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। পুতিনের সফরসূচি নিয়ে আলোচনা চলছে বলে একাধিক রুশ সংবাদমাধ্যম দাবি করে। শেষ পর্যন্ত সম্মেলনে যোগ দিতে পুতিন ভারতে এলে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চ শেয়ার করে নিতে পারেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর