মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাঁচ ছেলে-মেয়ে ইন্টারভিউ নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী

পাঁচ ছেলে-মেয়ে ইন্টারভিউ নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী

পাঁচ পুত্র-কন্যার সঙ্গে মাসে এক বারের বেশি দেখা করার ফুরসত পান না বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ওই এক দিনই মধ্যাহ্নভোজের টেবিলেই মূলত দেখা হয় তাদের। চলে আলাপ-আলোচনা। খাবার টেবিলে বসে আরও একটা কাজ করেন তিনি। পাঁচ পুত্র-কন্যার প্রতিনিয়ত পরীক্ষা নেন। পরীক্ষার মাধ্যমে বুঝতে চেষ্টা করেন কার হাতে তুলে দেবেন ব্যবসার রাশ। যার কথা বলা হচ্ছে, তিনি এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ফরাসি শিল্পপতি বার্না আরনো। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ (এলভিএমএইচ)-এর কর্ণধার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেড় ঘণ্টা ধরে চলে লাঞ্চ। সেখানেই শৌখিন পসরার ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন ধনকুবের আরনো। এর পর ৭৪ বছর বয়সী ধনকুবের নাকি আলাদা করে তার প্রত্যেক সন্তানের কাছে যান। জানতে চান তাদের মতামত এবং পরামর্শ। সন্তানদের উত্তর থেকেই নাকি ধনীতম ব্যক্তি ঠিক করবেন কে হবে তার বিশ্বজোড়া বাণিজ্যের উত্তরাধিকারী। এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেননি কোন সন্তানকে দিয়ে যাবেন রাজপাট। জানতে চাইলেই বলেন, যোগ্যতা অনুযায়ী উত্তরাধিকার বর্ষিত হবে। প্রতি মাসে এই লাঞ্চ সেশন কার্যত রাজ্যপাটের পরবর্তী পতাকাবাহীর কষ্টিপাথর যাচাই।

সূচক বলছে, ১৯ এপ্রিল পর্যন্ত আর্নল্টের সম্পত্তির পরিমাণ ২০৮ বিলিয়ন ডলার। বুলগারি, টিফানি, সেফোরা, টিএজি হিউয়ার, দোঁ পেরিনো শ্যাম্পেন সংস্থাও তারই হাতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর