মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প

রিখটার স্কেলে ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। যদিও এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। ভূমিকম্প অনুভূত হয়েছে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পূর্ব দিকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে রয়েছে এই দ্বীপ। যদিও প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়েছে হাওয়াই ও প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়ের কোনো কারণ নেই। নিউজিল্যান্ডের জাতীয় আপৎকালীন সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। অবশ্য একটাই স্বস্তির কথা যে, নিউজিল্যান্ডের ওই দ্বীপে সেভাবে জনবসতি নেই। এ দ্বীপের আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য মাঝে মধ্যে কয়েক দিনের জন্য থাকেন হাতেগোনা কয়েক বিজ্ঞানী। এ দ্বীপগুলোতে ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর