শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমা প্রযুক্তি চুরি করে শাহেদ ড্রোন

পশ্চিমা প্রযুক্তি চুরি করে শাহেদ ড্রোন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত কয়েক মাস আগেও দাপট দেখিয়েছিল তুরস্কের তৈরি বায়ারাকতার ড্রোন। তবে রাশিয়া এখন প্রচুর পরিমাণে শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করতে শুরু করেছে। ইউক্রেন যুদ্ধে ইরানের যেসব অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া। সেসব পশ্চিমা প্রযুক্তি চুরি করে বানিয়েছে ইরান। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কনফ্লিক্ট আরমামেন্ট রিসার্চ (সিএআর) এ তথ্য জানিয়েছে। গতকাল সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএআর জানিয়েছে, ইরানের কাছ থেকে কেনা রাশিয়ার শাহেদ-১৩৬ ড্রোনটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা জার্মানির প্রযুক্তিতে তৈরি। এ প্রযুক্তিটি ২০ বছর আগে জার্মানির কাছ থেকে চুরি করেছে বলে ওই গবেষণা প্রতিষ্ঠানটির দাবি। ইরান পশ্চিমা প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি শক্তিশালী অস্ত্র শিল্প গড়ে তুলেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর