শিরোনাম
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হাজার কিলো গতিতে চলবে ট্রেন

হাজার কিলো গতিতে চলবে ট্রেন

ট্রেন চলবে বিশেষ লাইনে আর এর গতি হবে ১ হাজার কিলোমিটার। এমনই ট্রেন তৈরির পরিকল্পনা করছে চীন। এটিকে বলা হচ্ছে হাইপারসনিক ট্রেন। এটি ম্যাগলেভ (চুম্বক দ্বারা পরিচালিত) ট্রেন। এর জন্য ব্যবহৃত হবে এক বিশেষ ধরনের সুড়ঙ্গ। সব ঠিকঠাক থাকলে সাংহাই ও হাংঝৌর মধ্যে গড়ে উঠবে এই রেললাইন। সম্প্রতি এক রিপোর্টে এমনটাই জানিয়েছে চীনের একটি স্থানীয় সংবাদমাধ্যম। ২০১৩ সালে এই ধরনের ট্রেন চালানোর একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। রেললাইন তৈরির ক্ষেত্রে মাস্কের এই হাইপারলুপ কনসেপ্টকে এবার বাস্তবে পরিণত করতে চলেছে চীন। প্রতিবেদন অনুযায়ী, নির্মাণ-সংক্রান্ত শর্তের কথা মাথায় রেখে ছয়টি সম্ভাব্য অঞ্চলে সমীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। এর পরেই উপকূলবর্তী এই দুই শহরে দেশের প্রথম সুপার হাইস্পিড রেললাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংখ্যার ঘনত্ব, উন্নত অর্থনীতি, সমতল ভূখ সহ একাধিক কারণে সাংহাই ও হাংঝৌকে এর জন্য বেছে নেওয়া হয়েছে। আরও জানা গেছে, প্রথম প্রকল্পটি বাস্তবায়ন হলেই পরবর্তীতে, বেইজিং থেকে শিজিয়াজুয়াং, গুয়াংঝৌ থেকে শেনজেন ও ছেংদু থেকে ছোংকিং সহ আরও বেশ কয়েকটি রুটে এই অত্যাধুনিক পরিষেবা চালু করার ব্যাপারেও বিবেচনা করছে চীন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর