রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পোপের সঙ্গে দেখা করতে রোমে জেলেনস্কি

পোপের সঙ্গে দেখা করতে রোমে জেলেনস্কি

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে ইতালির রোমে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনের জয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ সফর। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গেও দেখা করবেন তিনি। পোপ ফ্রান্সিস জানিয়েছেন, ভ্যাটিকান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে মধ্যস্থতা করার জন্য প্রস্তুত। এ বিষয়ে গোপনে কাজ করার বিষয়ও জানিয়েছিলেন পোপ। তবে ইউক্রেন ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। গত বছরের আগস্টে ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত পোপের সমালোচনাও করেছিলেন।

 

সর্বশেষ খবর