রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

আজারবাইজান ও আর্মেনিয়া সংঘর্ষে দুই সেনা নিহত

শান্তিচুক্তির জন্য শীর্ষ পর্যায়ে আলোচনা শুরুর কয়েক দিন আগে সীমান্তে আজারবাইজান ও আর্মেনীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে দুই পক্ষের দুই সেনা নিহত হয়েছেন। এবারের গোলাগুলিতে মর্টার ও ড্রোন ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার শুরু হওয়া গুলিবিনিময় শুক্রবারও চলে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ রবিবার ব্রাসেলসে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগে এ গুলিবিনিময় আলোচনাসংশ্লিষ্ট সব পক্ষকেই উদ্বিগ্ন করার কথা। বৃহস্পতিবারের গুলিবিনিময়ে আজারবাইজানের এক সেনা নিহত হন। সাবেক এ দুই সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে গত তিন দশকে দুটি যুদ্ধ হয়েছে নাগোরনো-কারাবাখ ঘিরে; ওই অঞ্চলটি আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এলাকাটির বেশির ভাগ বাসিন্দাই জাতিগতভাবে আর্মেনীয়। ২০২০ সালে এক সংঘাতে আজারবাইজান সোভিয়েত পতনের পর আগের এক যুদ্ধে হারানো ভূমির বেশির ভাগ অংশই পুনর্দখলে সক্ষম হয়।

সর্বশেষ খবর