মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা
মানহানি মামলা

কংগ্রেস সভাপতি খাড়গেকে আদালতে তলব

কংগ্রেস সভাপতি খাড়গেকে আদালতে তলব

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা হয়েছে। সেই মামলায় গতকাল তাকে তলব করেছেন পাঞ্জাবের একটি আদালত। ভারতের সবচেয়ে প্রাচীন দলটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ তিনি কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইশতেহারে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরঙ্গ দলকে তুলনা করেছেন। কর্ণাটকে ১০ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। এ নির্বাচনে কংগ্রেসের ইশতেহারে পিএফআই ও বজরঙ্গ দলের নাম উল্লেখ করে বলা হয়েছিল, সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেসব সংগঠন ‘শত্রুতা ও ঘৃণা’ ছড়াচ্ছে, কংগ্রেস জয় পেলে সেগুলোকে নিষিদ্ধ করা হবে। মামলাটি করেছেন ‘বজরঙ্গ দল হিন্দুস্তান’ নামের একটি সংগঠনের প্রধান হৃতেশ ভরদ্বাজ। তিনি বলেন, কংগ্রেস তাদের ইশতেহারে এসআইএমআই ও আল-কায়েদার মতো ভারতবিরোধী সংগঠনের সঙ্গে বজরঙ্গ দলকে তুলনা করেছেন। ‘তারা কীভাবে বজরঙ্গ দলকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলার সাহস পায়। তারা চেষ্টা করে দেখুক। আমরাও দেখিয়ে দেব কী করতে পারি।’

ইশতেহারে বজরঙ্গ দলকে নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি নিয়ে বিজেপি নেতাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কংগ্রেসকে। কর্ণাটকে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ নিয়ে কথা শুনিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ভোটারদের ‘জয় বজরঙ্গবলি’ স্লোগান দিতে এবং যারা ‘সংস্কৃতির প্রতি অসম্মান করে’ তাদের সাজা দিতে আহ্বান জানিয়েছিলেন। পরে অবশ্য কংগ্রেস বলেছিল, বজরঙ্গ দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের। কারণ, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীন।

 

 

সর্বশেষ খবর