মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলের কঠোর সমালোচনা যুক্তরাষ্ট্রের

পশ্চিম তীরের এক ফাঁড়িতে ইহুদিদের স্থায়ী বসতি গড়ার সুযোগ দেওয়ায় রবিবার ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হোমেস নামের ওই ফাঁড়িতে এমন সিদ্ধান্ত না নিতে অতীতে ইসরায়েলকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে, সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান গত বৃহস্পতিবার এক আদেশে সই করেন। কিন্তু ফিলিস্তিনের সঙ্গে উত্তেজনা বাড়ায় এমন সিদ্ধান্ত না নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বারবার অনুরোধ করেছিল। কিন্তু  দেশটি সেই অনুরোধ রাখল না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি সম্প্রতি বাইডেন প্রশাসনের কাছে করা অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

 

সর্বশেষ খবর