শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

ফিলিপাইনের দিকে ছুটছে ঘূর্ণিঝড় মাওয়ার

ফের ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। নাম মাওয়ার। তবে এই ঝড় বঙ্গোপসাগরে নয় প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়েছে। তা-ব চালাতে পারে ফিলিপাইন, তাইওয়ান এবং জাপানে। মোখার রেশ কাটতে না কাটতেই এই ঝড়ের সৃষ্টি হলো। ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার গতিতে বিধ্বংসী এই ঝড় তা-ব চালাতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানা গেছে, ইতোমধ্যেই মাওয়ার ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগরের ওপর গুয়ামে ইতোমধ্যেই রেশ ফেলেছে এই সাইক্লোন। এই ঝড়ের গতিপ্রকৃতি দেখে ইতোমধ্যেই মাওয়ারকে ৪ নম্বর হারিকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। টাইফুনের সতর্কতাও জারি করা হয়েছে ফিলিপাইন ও তাইওয়ানে। এদিকে, মাত্র কিছুদিন আগেই প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ফ্যাবিয়েন প্রবল গতিবেগে আছড়ে পড়েছিল। দক্ষিণ ভারত মহাসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়।

সর্বশেষ খবর