শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

টিপু সুলতানের তলোয়ার ১৮৬ কোটি টাকায় বিক্রি

টিপু সুলতানের তলোয়ার ১৮৬ কোটি টাকায় বিক্রি

‘সোর্ড অব টিপু সুলতান’ বা টিপু সুলতানের তলোয়ার। ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের বিখ্যাত তলোয়ার নিয়ে চলচ্চিত্রও হয়েছে। সেই তলোয়ার নিলামে উঠেছে। লন্ডনের বনহ্যামস নিলাম হাউসে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১৮৬ কোটি টাকা) বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান জানায়, তলোয়ারটি যে দামে বিক্রির আশা করেছিল, তার চেয়ে সাত গুণ বেশি দামে এটি বিক্রি হয়। বনহ্যামস কর্তৃপক্ষ জানায়, তাদের নিলাম হাউসে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় ও ইসলামী ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটাই সর্বোচ্চ দাম। টিপু সুলতান ১৭৮২ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত মহীশূরের রাজা ছিলেন। ইংরেজদের হাত থেকে নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিয়েছিলেন যে, ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন। তাকে হত্যার পর তাঁর প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তাঁর সাহসের স্মারকস্বরূপ তলোয়ারটি দেওয়া হয়।

সর্বশেষ খবর