শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

মস্তিষ্কে চিপ স্থাপন পরীক্ষার অনুমতি পেল মাস্কের নিউরালিংক

মস্তিষ্কে চিপ স্থাপন পরীক্ষার অনুমতি পেল মাস্কের নিউরালিংক

ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ প্রতিস্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে। এর মাধ্যমে মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারের সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সম্প্রতি টুইট করে বিষয়টি জানিয়েছে নিউরালিংক। পক্ষাঘাত ও অন্ধত্বের মতো শারীরিক সীমাবদ্ধতার চিকিৎসা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহারে সহায়তার প্রযুক্তি আনতে কাজ করছে নিউরালিংক।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ) নিউরালিংককে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে। টেসলা, স্পেসএক্স, টুইটারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানার পাশাপাশি এ নিউরালিংকের মালিকও ইলন মাস্ক। কোম্পানিটি বলছে, তারা এখনই অংশগ্রহণকারী বাছাইয়ের পরিকল্পনা করছে না। এর আগেও মাস্কের এ পরীক্ষা পরিচালনার ‘আকাক্সক্ষা’ ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। আর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাটির মন্তব্য এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবারের টুইটে নিউরালিংক বলেছে, এ সিদ্ধান্ত এমন এক ‘গুরুত্বপূর্ণ প্রথম ধাপ’ যা তাদের প্রযুক্তিকে এক দিন অসংখ্য মানুষকে সহায়তার সুযোগ করে দেবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের বাছাই পরিকল্পনা সম্পর্কে শিগগিরই তুলনামূলক বেশি তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানিটি। ‘সুরক্ষা, প্রবেশাধিকার ও নির্ভরযোগ্যতা’ তিনটি বিষয়কেই প্রকৌশলী কাজে সমান গুরুত্ব দেওয়ার উল্লেখ রয়েছে কোম্পানির ওয়েবসাইটে।

সর্বশেষ খবর