রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

জাপানে আশঙ্কাজনক হারে কমছে জন্মদান

জাপানে আশঙ্কাজনক হারে কমছে জন্মদান। আরও একবার নিম্ন জন্মহারের রেকর্ড করল দেশটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭ জন শিশু, যা গত বছর ২০২১ সালের চেয়ে ৫ শতাংশ কম। শুক্রবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের নারীদের উর্বরতা হ্রাসের প্রবণতাও পরিলক্ষিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। বর্তমানে জাপানে বিভিন্ন বয়সী জনবিন্যাসের যে চিত্র- তাতে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর সারাজীবনে গড়ে ন্যূনতম ২ দশমিক ০৭ জন সন্তান জন্ম দেওয়া উচিত। সেখানে গড়ে একজন জাপানি নারী তার সারা জীবনে সন্তান জন্ম দিচ্ছেন ১ দশমিক ২৪৬৫ জন। অথচ ২০০৫ সালেও এই সংখ্যা ছিল ১ দশমিক ২৬০১। কর্মব্যস্ততা, নাগরিক জীবনের নানামুখী চাপ, সন্তান জন্মদান, প্রতিপালন ও শিক্ষায় উচ্চ ব্যয়সহ বিভিন্ন সামাজিক কারণে জাপানে প্রতি বছরই হ্রাস পাচ্ছে জন্মহার। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, উন্নত পরিষেবা ও উন্নত চিকিৎসাসেবার কারণে দেশটিতে বাড়ছে গড়আয়ু।

ফলে জাপানের জনবিন্যাসে বয়স্ক ও কর্মজীবন থেকে অবসর নেওয়া নারী-পুরুষদের সংখ্যা বাড়ছে, কমছে কর্মক্ষম তরুণ-তরুণীর সংখ্যা। আরও কয়েক বছর যদি এই সংকট চলতে থাকে, তাহলে জাপানের সমাজজীবনে ভয়াবহ বিপর্যয় শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সমাজবিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ব্যাপারে বেশ কয়েকবার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে টোকিওতে একটি সরকারি ডে কেয়ার সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে ফুমিও কিশিদা বলেন, ‘শিগগিরই যদি জন্মহারে বৃদ্ধি না ঘটে, সেক্ষেত্রে ২০৩০ সাল থেকে জাপানের জনসংখ্যা ভয়ানকভাবে কমতে শুরু করবে।’ বার্ষিক জন্মহার বাড়াতে গত ৩১ মে শিশুকল্যাণ খাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দও ঘোষণা করেন কিশিদা। তার সেই ঘোষণার মাত্র দুই দিনের মধ্যেই নিম্ন জন্মহারের নতুন রেকর্ড দেখল জাপান।

 

সর্বশেষ খবর