সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

মণিপুরে ফের সংর্ঘষ, আহত ১৬

মণিপুরবাসীর কাছে জাতীয় সড়কে অবরোধ তোলার আবেদন জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রাজ্যে প্রবেশ করতে পারে। মণিপুরে কয়েকটি পক্ষের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে। তার এ আহ্বান সত্ত্বে ও ভারতের মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। শুক্রবার রাত ও শনিবার ভোরে ইম্ফল পশ্চিম জেলার ফায়েং এবং কাংচুপ চিংখং নামে দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অমিত শাহ তাঁর টুইটে লিখেছেন, ‘মণিপুরবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে ইম্ফল-ডিমাপুর, ২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিন। যাতে খাদ্য, ওষুধ, পেট্রল, ডিজেলের মতো জরুরি জিনিপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।’ গত ৩ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে সংঘাত শুরু হয়। রাজ্যের লেফটেন্যান্ট জেনারেল (অব.) নিশিকান্ত সিং শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রসহ সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা এ আক্রমণ চালিয়েছে।

 অমিত শাহ এ সপ্তাহেই চার দিন মণিপুরে ছিলেন। সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে তিনি শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিলেন। একই সঙ্গে তিনি সব পক্ষকে অন্তত ১৫ দিনের জন্য শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন এবং অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছিলেন।

সর্বশেষ খবর