শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের তফসিল গতকাল ঘোষণা করা হয়েছে। ৮ জুলাই এক দফাতেই এ পঞ্চায়েত ভোট হবে। রাজ্যটির ২২ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয় ভোট এবং বাকি জেলাগুলোতে ত্রিস্তরীয় (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ) ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হলো রাজ্যের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার মূল ভিত্তি। প্রাচীন ভারতে পাঁচজন সদস্য নিয়ে যে স্বশাসিত স্বনির্ভর গ্রামীণ পরিষদ গঠিত হতো, তাকেই বলা হতো পঞ্চায়েত। আধুনিককালে এ শব্দটির সঙ্গে যুক্ত হয় এক সমষ্টিগত চেতনা। ‘পঞ্চায়েত’ শব্দটির লোকপ্রচলিত অর্থ হয়ে দাঁড়ায় ‘পাঁচজনের জন্য’। সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পর বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় স্তরের সরকার। 

আগামী বছর ২০২৪ সালে দেশটিতে লোকসভা নির্বাচন। তার আগে এ নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাজে অ্যাসিড টেস্ট হতে পারে।

শেষবার ২০১৮ সালের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা দেখেছিল রাজ্যবাসী।

রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৩১৭, যার আসন সংখ্যা ৬৩,২২৯টি। পঞ্চায়েত সমিতি রয়েছে ৩৪১টি, যার আসন সংখ্যা ৯৭৩০ এবং জেলা পরিষদের সংখ্যা ৯২৮টি।

সর্বশেষ খবর