কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আর্থিক দুর্নীতির অভিযোগে এবার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর নাম জড়াল। ভারতের দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদে কিছু কৃষিজমি কেনাবেচা মামলার চার্জশিটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার নাম ইডি উল্লেখ করেছে। তবে চার্জশিটে তাঁকে অভিযুক্ত হিসেবে জাহির করা হয়নি। আর্থিক দুর্নীতি মামলায় ইডির কোনো চার্জশিটে এ প্রথম প্রিয়াঙ্কার নাম উল্লেখ করা হলো। ইডির চার্জশিটে বলা হয়েছে, দিল্লির এক এজেন্ট এইচ এল পাহওয়ার কাছ থেকে প্রিয়াঙ্কা ২০০৬ সালে কিছু জমি ও বাড়ি কিনেছিলেন। চার বছর পর ২০১০ সালে সে জমিই আবার ওই এজেন্টের কাছে বিক্রি করে দেন। ইডির দাবি, ওই একই এজেন্টের কাছ থেকে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রও ২০০৫-০৬ সালে ৪০ একরের মতো জমি কিনেছিলেন। সে জমিও ২০১০ সালে আবার তাঁকেই বিক্রি করে দেওয়া হয়েছিল। ইডির চার্জশিটে রবার্টের নামও উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার মতো রবার্টকেও অভিযুক্ত বলে জাহির করা হয়নি। ঠিক পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন ও বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে রবার্টকে ইডি ছয় ঘণ্টা ধরে জেরা করেছিল।
পাঁচ বছর পর লোকসভা ভোটের আগে এবার নাম জড়ানো হলো প্রিয়াঙ্কার।
প্রিয়াঙ্কা বা রবার্ট কেউই এ নিয়ে প্রতিক্রিয়া দেননি। তবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের সঙ্গে আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর ইডির সমালোচনা করেছেন। সবার বক্তব্য, সরকার অনেক দিন ধরেই এভাবে বিরোধীদের দমাতে চাইছে। এটা নতুন কিছু নয়। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে কংগ্রেসকে নিয়ে বিজেপি কতটা ভীত।
শিরোনাম
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর