সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা

গাজায় ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগ। এমনই সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয়। ইসরায়েলের হামলায় মানবিক সহায়তার অভাব ও বিপর্যয়কর পরিস্থিতিতে দুর্ভোগে গাজাবাসী। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ গাজাজুড়ে বহু মানুষকে সরানোর প্রয়োজনের কারণে গাজায় রোগের বিস্তার তীব্র হয়েছে। জনসংখ্যার বিশাল চাহিদা মেটাতে লড়াই করছে উপত্যকার প্রতিটি হাসপাতাল। ইসরায়েলি হামলার কারণে অধিকাংশেরই পরিষেবা বন্ধ হয়ে গেছে। এতে চাপ সৃষ্টি হয়েছে ফিলিস্তিনিদের স্বাস্থ্যের ওপর। প্রায় ২ লাখ মানুষ শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন। ডায়রিয়ার ঘটনা রয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০০টি যার মধ্যে অর্ধেকই পাঁচ বছরের কম বয়সী শিশু। ইতোমধ্যে স্ক্যাবিসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪০০ জন, চিকেন পক্স ৫ হাজার ৩৩০ জনের, ত্বকে ফুসকুড়িতে ভুগছেন ৪২ হাজার ৭০০ ও মেনিনজাইটিসে ভুগছেন আরও ১২৬ জন। ঘরছাড়া হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। খাদ্য ও বেঁচে থাকার জরুরি পণ্যের অভাব এবং দুর্বল স্বাস্থ্যবিধির কারণে বাড়ছে সংক্রমণের সংখ্যা।

খোলা আকাশের নিচে গাজার মানুষের দিনযাপন : গাজার অনেক বাস্তুচ্যুত নাগরিকই এখন খোলা আকাশের নিচে, পার্কে দিন কাটাচ্ছেন। শনিবার টেলিভিশনের সাক্ষাৎকারে এ কথা জানান জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডবিউএর প্রধান জুলিয়েট তৌমা। তিনি বলেন, গাজায় দিন দিন মানবিক সহায়তার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। তিনি বলেন, গাজা উপত্যকায় যেসব এলাকায় আমাদের প্রবেশ করা উচিত, সেখানে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধের সম্মুখীন হতে হচ্ছে।

সর্বশেষ খবর