বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাপানে ভূমিকম্পে নিহত ৪৮, ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানে ভূমিকম্পে নিহত ৪৮, ব্যাপক ক্ষয়ক্ষতি

জাপানে গত সোমবারের ভূমিকম্পে অনেক সড়কে ফাটলের সৃষ্টি হয়েছে। তাতে সমস্যায় পড়ছে উদ্ধারকারী দল -এএফপি

জাপানে নতুন বছরের প্রথম দিনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। বহু ভবন উল্টে পড়েছে, রাস্তা, অবকাঠামো ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর থেকে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে (০৭:১০ জিএমটি) ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। তার পর থেকে আরও প্রায় ২০০ বারের মতো পরাঘাত অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১। অন্তত এক সপ্তাহের মধ্যে আরও বড় ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। ভূমিকম্পের পর জাপানের পশ্চিম উপকূলের কয়েকটি অংশে সুনামি হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলে উপকূলীয় কিছু এলাকার বাসিন্দারা উঁচু স্থানে সরে যায়। পরে সুনামির ঢেউয়ে কিছু গাড়ি ও বাড়ি সাগরে ভেসে যায়।

সর্বশেষ খবর