পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচ-। গতকাল এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগে কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) তার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার পর এ ভোট হয়। এনডিটিভি জানিয়েছে, ৬৯ বছর বয়সী প্রচ- ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় মাত্র ৬৩টি ভোট পেয়েছেন। আস্থা ভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন হয়। তার বিপক্ষে ১৯৪টি ভোট পড়ে। প্রচ- ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে চারবার আস্থাভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন। তিনি ১৯ মাস ক্ষমতায় ছিলেন। ৩ জুলাই দাহালের জোট সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী তাকে পার্লামেন্টে আস্থা ভোট আয়োজন করতে হয়। সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল প্রচন্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতোমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন। নেপালি কংগ্রেসের ৮৯টি আসন রয়েছে, আর সিপিএন-ইউএমএলের রয়েছে ৭৮টি আসন। তাদের সম্মিলিত শক্তি ১৬৭টি যা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৮টির চেয়ে অনেক বেশি।
শিরোনাম
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর