ঘূর্ণিঝড় ফেনজালের কারণে ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তিনটি পৃথক ঘটনায় ভারতের চেন্নাইয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজন পরিযায় শ্রমিক বলে জানা গেছে। একজনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে। তিনি এটিএম বুথ থেকে অর্থ তোলার সময় বিদ্যুতায়িত হন। পরে তার লাশ পানির মধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার রাতে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে এ ঘূর্ণিঝড়। এরপর থেকে ওই দুটি জায়গায় ব্যাপক বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া শুরু হয়।
চেন্নাইসহ তামিলনাড়ুর উত্তরাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে একাধিক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়।