ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। ২৫ জুলাই শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হতে যাচ্ছে এ সংলাপ। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি গতকাল নিশ্চিত করেছে এ তথ্য। প্রসঙ্গত, ইউরোপের পরমাণু শক্তিধর এ তিন দেশ একত্রে ই-থ্রি নামেও পরিচিত।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কয়েকজন রাষ্ট্রদূত। তাঁরা আরাগচিকে বোঝাতে সক্ষম হন যে ইরানের জন্য এখন কূটনৈতিক পন্থা অবলম্বনের ভিত্তিতে একটি পরমাণু চুক্তিতে আসা জরুরি। যদি ইরান তাতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে জাতিসংঘ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া অনুসরণ করবে। আর জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়বে ইরান। ওই বৈঠকের পর ইউরোপের প্রভাবশালী তিন দেশের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয় ইরান। এর আগে মে’র শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করেছিল ইরান। সে সংলাপের মূল লক্ষ্য ছিল নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতামূলক চুক্তি সম্পাদন। কিন্তু সংলাপ চলমান থাকা অবস্থায়ই ১২ জুন রাতে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল। যুদ্ধবিরতির পর ইরানকে ফের সংলাপে আসার আহ্বান জানান ট্রাম্প; কিন্তু এবার বেঁকে বসে তেহরান। আব্বাস আরাগচি স্পষ্টভাবে বলে দেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরান আস্থার সংকটে ভুগছে, কারণ ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চলার সময়ই হামলা করেছে ইসরায়েল। এদিকে জাতিসংঘ থেকে বারবার সমঝোতা বৈঠকে আসার জন্য তাগাদা দেওয়া হয় ইরানকে, তবু এতদিন নিজের অবস্থানেই অনড় ছিল ইরান। এমন পরিস্থিতিতেই শুক্রবার ইরানকে সংলাপে আসার আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইইউ; ইরান তাতে সাড়াও দিয়েছে।
তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি : ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় দেশটির সরকার বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাজধানী তেহরানে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
ইরানের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের মধ্যে এ সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রবিবার তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি, যা গতকাল আরও বেড়ে ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রবিবার এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পানির ঘাটতি ও বিদ্যুৎ চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ইরানে পানিসংকট এখন গভীর আকার ধারণ করেছে।-আলজাজিরার, আনাদোলু এজেন্সি
বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোয় এ সংকট আরও প্রকট। সংশ্লিষ্টরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দুর্বলতা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন এর জন্য মূলত দায়ী। তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান নাগরিকদের পানি সাশ্রয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের আহ্বান জানানো হয়েছে একাধিক প্রদেশেও। আলজাজিরার, আনাদোলু এজেন্সি