হিমালয়ের বিরোধপূর্ণ চীন সীমান্তের কাছে ভারত একটি নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করেছে বলে দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এ বিমান ঘাঁটিতে যুদ্ধবিমান উঠানামা করতে পারবে। গতকাল সংস্থাটিকে তিনি জানান, ভারতীয় বিমানবাহিনীর প্রধান একটি পরিবহন বিমানে করে অবতরণের মাধ্যমে বিমান ঘাঁটিটির উদ্বোধন করেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার মধ্যেই এ বিমান ঘাঁটি উদ্বোধন করা হলো। গত বছরের অক্টোবরে মাইলফলক এক চুক্তির মাধ্যমে দুই দেশ তাদের বিরাজমান সীমান্তে সামরিক উত্তেজনা হ্রাস করার বিষয়ে সমঝোতা করে। -রয়টার্স
চলতি বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও এগিয়ে যায়।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা জানান, লাদাখের মুধ-ন্যোমা এলাকার বিমান ঘাঁটিটিতে বুধবার একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে অবতরণ করেছেন বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল এ. পি. সিং। বিমান ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার মিটার (১৩ হাজার ফুট) উচ্চতায় অবস্থিত। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো অনুরোধে ভারতীয় বিমানবাহিনী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এ নতুন বিমান ঘাঁটিটি চীনের সঙ্গে বিদ্যমান লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে মাত্র ৩০ কিলোমিটার (১৯ মাইল) ভিতরে। এটি ওই অঞ্চলে এ ধরনের তৃতীয় বিমান ঘাঁটি। চীন ও ভারতের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার (২ হাজার ৪০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। এর অনেক অংশই পরিষ্কারভাবে চিহ্নিত নয়। ১৯৫০-এর দশক থেকেই এ সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ চলছে। ১৯৬২ সালে তারা একটি সংক্ষিপ্ত কিন্তু নৃশংস যুদ্ধে জড়িয়েছিল।