বিয়েতে বাধা আড়াই বছরের শিশুপুত্র। পথের কাঁটা দূর করতে প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকেই হত্যার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার আন্দুলের পাঁচপাড়ার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা যায়, স্থানীয় গেঞ্জি কারখানার কর্মী নুরুল আমিনের সঙ্গে আজমিরা বেগমের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছরের মধ্যে নরুলের সহকর্মী শেখ আলাউদ্দিনের সঙ্গে আজমিরার সম্পর্ক তৈরি হয়। এর কিছুদিনের মধ্যে স্বামী-স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। কিন্তু প্রেমিকের সঙ্গে বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় আড়াই বছরের শিশুপুত্র।
পুলিশ জানায়, সমস্যা সমাধানে শিশুটিকে পরিকল্পনা করে খুন করা হয়। এরপর পাড়ার দুই মাতব্বর সৈফুদ্দিন ও শেখ ইজরাইলের সাহায্যে কবরও দিয়ে দেওয়া হয়। ঘটনায় সাবেক স্ত্রী ও সহকর্মীর বিরুদ্ধে বি গার্ডেন ও নাজিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নরুল।
অভিযোগ দায়ের করার ছয় দিন পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুটির দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপরই স্থানীয়রা সৈফুদ্দিন ও ইজরাইয়েলের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদিকে আজমিরা ও আলাউদ্দিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর