ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি অটোতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অটোতে চালকের পাশের সিটে বসেছিলেন ওই নারী। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে জি নিউজ।
নারীর অভিযোগ, অটোচালক নানা অজুহাতে বারবারই তাঁর গায়ে হাত দিচ্ছিল। সতর্ক করা সত্ত্বেও তাতে সে কান দেয়নি। এক পর্যায়ে তিনি চিৎকার করু করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ আসলে ছেলেকে নিয়ে অটো থেকে বের হয়ে যান তিনি।
এদিকে, নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অটো চালককে আটক করেছে। এবং ছেলেসহ ওই নারীকের বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব