বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী। সেখানে গল্প-আড্ডার সঙ্গে চলছিল মদ্যপানও। এক পর্যায়ে বেহুঁশ হয়ে পড়লে তরুণীর বন্ধুসহ তিনজন তাকে ধর্ষণ করে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সোনারপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পরে তরুণীর মা তাঁর মেয়ের বন্ধুসহ তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে সোনারপুর থানার পুলিশ। তবে অভিযুক্তদের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাদের।
তরুণীর মায়ের অভিযোগ, ওই তিন যুবক তাঁর মেয়েকে মদ পান করিয়ে গণধর্ষণ করেছে।তারা তার মেয়েকে খুনের চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকার।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব