নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এ ব্যাপারে সোমবার এক শোক বার্তায় তিনি বলেছেন, এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের পরিবার-পরিজনকে আমার হৃদয় থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই দু:সময়ে বাংলাদেশ এবং নেপাল সরকারের নেতৃত্ব এবং জনগণের প্রতি জানাই আমার গভীর সহমর্মিতা, সহানুভূতি।
এর আগে, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় সোমবার পর্যন্ত ৫০ জন নিহত হন। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত উদ্ধার করা হয় ১৯ আরোহীকে। ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ