শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা বন্য প্রাণীদের ছবি ও লেখা পাঠ্য বইতে দেখেছে। প্রত্যন্ত গ্রামের স্কুল পড়ুয়াদের সামর্থ নেই চিড়িয়াখানায় গিয়ে সেসবের সঙ্গে বাস্তবে পরিচিত হবার। স্কুলের শিক্ষকদের উদ্যোগে তাই বন্য প্রাণী আনা হল স্কুলে।
গত শুক্রবার এরকমই ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর সদর ব্লকের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন দুপুরে স্কুল চলাকালীন দুটি উট নিয়ে আসেন এর বাহকরা ।
শিশু শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা একে একে করে জড়ো হয় স্কুলের বাইরে । কেউ ভয়ে,কেউ উৎসাহে বেরিয়ে আসে মরুভূমির জাহাজকে দেখতে। পাঠ্যবইতে তারা উটের ছবি দেখেছে। উটের গল্প পড়েছে। এদিন শিক্ষকরা প্রত্যেককে উটের পা থেকে কুঁজ সব দেখান।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর