যথাযথ মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হচ্ছে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি-হাইকমিশন প্রাঙ্গণে। এ উপলক্ষে সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। এরপর সকাল সাড়ে সাতটায় বাংলাদেশের সাথে কলকাতা মিশন থেকেও একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই জাতীয় সঙ্গীতে সমবেতভাবে কন্ঠ মেলান ডেপুটি হাইকমিশনার থেকে শুরু করে মিশনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী।
এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় দিবস উপলক্ষে এদিন সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারকা হোটেলে একটি রিশেপসনের আয়োজন করা হয়েছে।
এদিকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ট্যুইট করে মমতা জানান, ‘আমার বাংলাদেশের ভাই ও বোনেদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই’।
বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৮/হিমেল