রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ গড়িয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সেই দশম শ্রেণির ছাত্রীটি তার বান্ধবীর সঙ্গে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময়ে সুরজ কুরানি নামের এক স্থানীয় যুবক হঠাৎই বাইক নিয়ে তাদের পথ আটকায়। সেই দশম শ্রেণির ছাত্রীটিকে জোর করে বাইকে তোলার চেষ্টা করে অভিযুক্ত যুবক। নির্যাতিতার বান্ধবী আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। তাকে ধাক্কা দিয়ে চলে যায় সে।
তারপর সেই ছাত্রীটিকে নিজের বাড়িতে নিয়ে আসে সুরজ। সেই সময় সুরজের পরিবারের সদস্যরা বাড়িতে থাকলেও কেউ তাকে বাঁধা দিতে আসেনি বলে জানা গেছে। উল্টে তাকে ধর্ষণ করতে সাহায্য করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিতার বান্ধবী গিয়ে গোটা ঘটনাটি সেই ছাত্রীর পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে ছুটে আসেন নির্যাতিতার মা। অভিযুক্তের বাড়িতে এসে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করেন মেয়েকে। বারুইপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে। তবে অভিযুক্ত সুরজের পরিবারের কাউকে এখন গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সুরজ এই ছাত্রীকে কুপ্রস্তাব দিলেও, তাতে কান দেয়নি এই ছাত্রী। সেই প্রতিশোধ নিতেই ছাত্রীর ওপরে সুরজ এভাবে পাশবিক নির্যাতন চালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে জানতে পেরেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর