সন্দেহ ছিল চার জনে মিলে কলা চুরি করেছে। আর সেই সন্দেহের বশে দশম শ্রেণির সেই পাঁচ ছাত্রের বিরুদ্ধে চলল অমানবিক অত্যাচার। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ধানতলা থানার বঙ্কিমনগর–মাঠপাড়া এলাকায়। ঘটনার দু’দিন কেটে গেলেও এখনও অধরা ৪ অভিযুক্ত।
সেই পাঁচ ছাত্রের বাড়ির সদস্যদের অভিযোগ, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। একটি অনুষ্ঠানে গিয়ে ঘুরতে যায় পাঁচ ছাত্র। এরপর একটি জমি থেকে পাকা কলা খায়। এরপরই পরদিন সকালে সেই পড়ুয়াদের বাড়ি এসে ক্ষতিপূরণ দাবি করে জমির মালিক। পড়ুয়াদের বাড়ির লোক তাঁদের আশ্বস্তও করেন। কিন্তু পরে চারজন মোটরবাইকে এসে কলা চুরি করার জন্য সেই পাঁচ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে গাছের সঙ্গে বেঁধে সবাইকে বেধড়ক মারধর করা হয়।
জানা যায়, সেই পাঁচ ছাত্রের পরিবারের কাছে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। পাশাপাশি এতদিন যত কলা চুরি হয়েছে, তার দায়ও নিতে বলা হয়। এদিকে, ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা। প্রশ্ন উঠছে, কেবলমাত্র ফল চুরির জন্য এত বড় শাস্তি দেওয়া কিংবা এরকম অমানবিক ভাবে মারা কতটা যুক্তিযুক্ত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর