হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার স্থানীয় বিধায়ক ফিরোজা বিবি।
শুক্রবার জেলার পাঁশকুড়া-প্রতাপপুরের একটি সরকারি হাসপাতাল উদ্বোধন করতে যান নন্দীগ্রাম আসনের বিধায়ক। ফিতা কাটতে যাওয়ার সময় হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তার শরীর ঘেমে ওঠে। এ অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় নতুন এই হাসপাতালে। তারপর পাঁশকুড়ার বিশেষায়িত হাসপাতালে।
সেখানকার চিকিৎসকেরা জানান, ফিরোজা বিবি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপরই তাকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।
সূত্র: জিনিউজ২৪
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন