চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। অভিযুক্ত সেই সহযাত্রীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের বুকেই।
জানা গেছে, বাসের মধ্যেই চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন সেই তরুণী। অভিযুক্ত সেই যুবক পালানোর চেষ্টা করলে তাকে বাস থেকে নামতে না দিয়ে ধরে ফেলেন তরুণী নিজেই। তিনিই অভিযুক্ত যুবককে বাস থেকে নামান। কয়েকজন সহযাত্রীর সাহায্য নিয়ে রাস্তা দিয়ে সেই যুবককে টানতে টানতে নিয়ে যান থানায়।
তরুণী পুলিশকে জানান, তিনি যুবককে প্রথমে সতর্ক করেন। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। ফের তাকে স্পর্শ করতে শুরু করে সে। এবার সে বাসের মধ্যে চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন। তা দেখে আরও কয়েকজন সহযাত্রী যুবতীকে সমর্থন করেন। অভিযুক্ত যুবক পালটা তর্ক শুরু করে দেন। তরুণী বাসটি থামিয়ে চেঁচামেচি শুরু করলে যুবক পালানোর চেষ্টা করে।
কিন্তু সেই তরুণী নিজেই তাকে ধরে ফেলেন। তিনি তাকে রাস্তায় নামিয়ে আনেন। অন্যান্য যাত্রীরাও সেই তরুণীর সাহস দেখে বাস থেকে নেমে আসেন। তাই তরুণীর হাত থেকে পালানোর চেষ্টা করলেও পার পায়নি সে। অভিযুক্তকে টানতে টানতে কালীঘাট থানায় নিয়ে যান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর