স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি উদযাপন করল ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন। এ উপলক্ষ্যে বুধবার আগতলার রাস্তায় মিশনের পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সঙ্গীতশিল্পী, সামাজিক কর্মী, শিক্ষাবিদ, স্কুল ও কলেজের শিক্ষার্থীরাসহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় কয়েক শতাধিক মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ অরুনোদয় সাহা, নাট্য ব্যক্তিত্ব সুভাষ দাস, খেলোয়াড় শিশির দেব, সঙ্গীতশিল্পী রীতা চক্রবর্তী। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরাও।
বাংলাদেশের সহকারী হাই কমিশনার শেখওয়াত হাসান জানান, মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক (ইভিআই)-এই তিন শর্ত পূরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাচ্ছে। এ উপলক্ষ্যে বিশ্বজুড়েই ৮০টি বাংলাদেশ কূটনৈতিক মিশনে নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে। বাংলাদেশের এই সাফল্যে ও বাংলাদেশের স্বাধীনতা লাভে প্রতিবেশী ভারতের অবদানের কথাও উল্লেখ করেন এই কূটনীতিক।
বুধবার বিকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৮/মাহবুব