প্রতিবেশী এক ব্যক্তির যৌন নিগ্রহের শিকার হল ৬ বছরের এক শিশু কন্যা৷ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একটি শহর হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রামে৷ অভিযুক্ত সাইফুল খান পলাতক৷
নির্যাতিতা শিশুর পরিবারের অভিযোগ, গোকর্ণের বাসিন্দা শিশুটির বাবা পেশায় দিনমজুর৷ ভিনরাজ্যে সস্ত্রীক কাজ করেন তিনি৷ ছয় বছরের ওই শিশুকন্যা তার দাদির কাছেই থাকে৷ প্রথম শ্রেণির ছাত্রী ওই শিশুকন্যাকে বুধবার সাইফুল খান শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে৷
জানা যায়, শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুল খান তার পিছু নেয়৷ বাড়িতে তার দাদি না থাকার সুযোগে সে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে৷ ঘটনায় শিশুটির চিৎকারে আশপাশের বাড়ির লোকেরা ছুটে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়৷
পরিবারের তরফে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার৷ বুধবার রাতেই পুলিশি পরীক্ষার জন্য গঙ্গারামপুর মহকুমার হাসপাতালে শিশুটিকে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কে রয়েছে৷ তার কাউন্সেলিং করার কথাও ভাবছে পুলিশ৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর