ভারতে চিকিৎসা করাতে গিয়ে অসুস্থ হয়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাফিজুর রহমান খান (৬৫)।
জানা যায়, কলকাতায় চিকিৎসা করানোর উদ্যেশ্যে শুক্রবার সকালের দিকে বেনাপোল-পেট্রাপোল (হরিদাসপুর সীমান্ত) আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন মুস্তাফিজুর। এরপর সীমান্ত থেকে কলকাতায় পৌঁছোনোর জন্য দুপুর পৌণে একটার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন তিনি।
বনগাঁ থেকে ডাউন ৩৩৮৩৪ শিয়ালদহ গামী প্যাসেঞ্জার ট্রেনের ওঠার কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করেন এবং ট্রেনেই তার মৃত্যু হয়। এরপর ট্রেনটি বারাসাত স্টেশনে পৌঁছনোর পর মুস্তাফিজুর রহমানের লাশ বারাসাত গর্ভনমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মুস্তাফিজুরের লাশ বারাসত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জিআরপি সূত্রে জানা গেছে, বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুরের বাসিন্দা মুস্তাফিজুরের কাছ থেকে পাওয়া চিকিৎসা সম্পর্কিত নথি দেখেই পুলিশের ধারনা তাঁর হার্টের সমস্যা ছিল এবং সেই রোগের চিকিৎসা করাতেই তিনি কলকাতায় আসছিলেন। পুলিশের প্রাথমিক ধারনা হৃদরোগে আক্রান্ত হয়েই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এদিন মুস্তাফিজুরের সাথে তার পরিবারের কোন সদস্য ছিল না বলেই পুলিশ জানতে পেরেছে।
জিআরপি’র পক্ষ থেকে ময়নাতদন্তের পর মুস্তাফিজুরের লাশ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনেও যোগাযোগ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/হিমেল