কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫ বছর কারাদণ্ডের সাজা পাওয়া বলিউড সুপারস্টার সালমান খানের মুক্তি না দিলে আত্মহত্যার হুমকি দিয়েছেন কলকাতার এক যুবক।
দেব কর্ণ সিংহ নামে ২৮ বছর বয়সি ওই যুবক পেশায় মডেল। তার দাবি, ‘যোধপুর আদালত বেআইনিভাবে সালমানকে সাজা দিয়েছে। এই রায় পুরোপুরি পক্ষপাতদুষ্ট। ভাইকে ফাঁসানো হয়েছে। ভাইয়ের জন্য বিচার চেয়ে আমি হাত কেটেছি। ভাইকে ছাড়া না হলে আমি আত্মহত্যা করব।’
সালমানকে সাজা দেওয়া হলেও কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত অন্য বলিউড তারকাদের রেহাই দেওয়া নিয়েও ক্ষুব্ধ দেব বলেন, ‘পাঁচজন অভিনেতা হরিণ শিকার করতে গিয়েছিলেন। তাদের সবাইকে কী করে রেহাই দেওয়া হল? কেন শুধু ভাইকে(সালমান) সাজা দেওয়া হল? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি আত্মহত্যা করলে যদি ভাই বিচার পান, তাহলে আমি সেটাই করব।’
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব