কলকাতার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী লকেট এখন বিজেপির হয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত। বেশ কয়েকবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এসে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। এজন্য তাকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ।
মঙ্গলবার অনুব্রত মন্ডল সিউড়িতে তার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মলনে বলেন, আমাদের এখানে তিনটি ব্লকে ভোট হবে। সেই ৩টি ব্লক হল রাজনগর, ময়ূরেশ্বর-১ ও ২। আমি এই তিনটি ব্লকের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি।
অনুব্রত মন্ডল আরও বলেন, এখানে একজন পাগলী (লকেট) আসে। তাকে তো দেখা গেল না মনোনয়ন জমা দেওয়ার দিন। যাদের মাথায় ছিট আছে তাদের ঘুমের ওষুধ খাইয়ে শুইয়ে রাখতে হবে।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/ফারজানা