সুন্দরবন থেকে পাঁচ জলদস্যুকে আটক করল পশ্চিমবঙ্গের পুলিশ। উদ্ধার করা হয়েছে ছয়টি বন্দুক, সাত রাউন্ড গুলি এবং প্রচুর পরিমাণ তাজা বোমা।
শনিবার ভোরে সুন্দরবনের জঙ্গলে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
বাংলাদেশি জলদস্যুরা সুন্দরবনে ঘাঁটি গেড়েছে-গোপন সূত্রে এই খবর পেয়েই এদিন সকালে কৈখালি শ্মশানঘাট সংলগ্ন জঙ্গলে অভিযান চালায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার পুলিশ ও পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যরা। আটক জলদস্যুরা বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনার বাসিন্দা বলে জানা গেছে। আটক জলদস্যুদের কাছ থেকে ৫ টি দেশী বড়-নলা বন্দুক, ১টি ছোট-নলা বন্দুক, ৭ রাউন্ড গুলি এবং ৭ টি তাজা বোমা।
বারুইপুর পুলিশ জেলার সুপার অরিজিৎ সিনহা জানান ‘সুন্দরবনের স্থানীয় বাসিন্দা ও সেখানে আগত পর্যটকদের কাছ থেকে লুটের উদ্যেশ্যেই অপরাধীরা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিল বলে প্রাথমিক জেরায় জানা গেছে’।
উল্লেখ্য গত মার্চের শেষেই সুন্দরবনের পিরখালি থেকে অস্ত্র সহ চার বাংলাদেশি জলদস্যুকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান