নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৫ কে স্বাগত জানিয়েছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। শনিবার বিকালে কলকাতার সোহরাওয়ার্দী এভিনিউতে বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র’র সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় যা শেষ হয় মিশন প্রাঙ্গণে।
এতে অংশ নেন ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, হেড অব চ্যান্সেরি মিয়া মহম্মদ মইনুল কবীর, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল, ফার্স্ট সেক্রেটারি (ভিসা) মনছুর আহমেদ বিপ্লবসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।
সন্ধ্যায় ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল হাওয়াই মিঠাইয়ের স্টল, গ্রাম-বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নাগরদোলা ও বায়োস্কোপ। দুই বাংলার জিভে পানি আনা ঐতিহ্যবাহী খাবার তো ছিলই।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/ফারজানা