আগামী ১৪ মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। মাঝে কেবল মাত্র একদিন বাকি। নির্বাচনী প্রচারণার এমন শেষ সময়ে এসে এক প্রকার ঝড় তুললেন বীরভূমের তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়।
কলকাতা টোয়েন্টিফোরের খবর, শুক্রবার সকাল থেকে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করে গ্রামেগঞ্জে ভোটের প্রচার সারেন সাংসদ শতাব্দী রায়।
এদিন তিনি সকালে মালদহ থেকে কালিয়াগঞ্জের হলদিবাড়ি এলাকার একটি বেসকারি হোটেলে বেশ কিছু সময় বিশ্রাম নেন। এরপর সেখান থেকে তৃণমূল সমর্থীত কর্মীদের সঙ্গে নিয়ে এক বিশাল বাইক র্যালি-সহ হুড খোলা গাড়িতে রোড শো করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত জোর করে তৃণমূল প্রার্থীদের জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।
এদিন, র্যালিতে সাংসদ শতাব্দী রায়কে দেখতে গ্রামের রাস্তার দু’ধারে মানুষের ঢল নেমেছিল। কারণ, যাকে এতদিন টিভির পর্দায় দেখে এসেছেন তাকে একবার কাছ থেকে চোখের দেখা দেখবার জন্য অধীর আগ্রহে ছিলেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৮/মাহবুব