গুরুতর অসুস্থ ভারতের লোকসভার সাবেক স্পিকার ও কমরেড সোমনাথ চ্যাটার্জি। গত সোমবার রাতে কলকাতার বেলভিউ নার্সিং হোমে ভর্তি করানো হয় তাঁকে। ওইদিনই সেরিব্রাল হ্যমারেজে আক্রান্ত হন তিনি, তাঁর মস্তিস্কে রক্তও জমাট বেঁধে রয়েছে। এরপর রাতেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে স্থানান্তরিত করা হয়। ডা. সুকুমার মুখার্জির নেতৃত্বে একটি চিকিৎসক দলও গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর সোমনাথ চ্যাটার্জির শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার তাঁর সিটি স্ক্যান করা হবে বলেও জানা গেছে।
পারিবারিক সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ৮৯ বছর বয়সী ভারতের এই সিনিয়র রাজনীতিবিদ। অসুস্থতার কারণে গত কয়েক সপ্তাহ ধরে প্রাত:ভ্রমণও (মর্নিং ওয়াক) করতে কলকাতার রাজা বসন্ত রায় রোডের বাড়ি থেকেও বেরোচ্ছিলেন না।
পশ্চিমবঙ্গের বোলপুরের ছয় বছরের লোকসভার সাংসদ সোমনাথ চ্যাটার্জি প্রায় নয় দশক ধরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম)-এর সদস্য ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দলের নীতি মেনে কাজ না করার অভিযোগে ২০০৯ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৮/মাহবুব