অবৈধভাবে ভারতের বসবাসের অভিযোগে এক সন্দেহভাজন বাংলাদেশি ব্যক্তিকে আটক করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। গতকাল বুধবার রাতে শিলিগুড়ির ফুলবাড়ীর উত্তর কন্যার কাছে ওই বাংলাদেশিকে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন নিউ জলপাইগুড়ি থানা (এনজেপি) থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতেই ফুলবাড়ীর উত্তর কন্যার কাছে অভিযানে নামে সাদা পোশাকের পুলিশ। এরপর এক যুবককে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানেই বাবু ইসলাম নামে ওই বাংলাদেশিকে আটক করে পুলিশ। তার বাড়ি বাংলাদেশের বরিশালে। বাবুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোবাইল, তার কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশি জেরায় বাবু ইসলাম জানায়, দুই মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে। কলকাতার একটি ধর্মীয় স্থানে বেশ কিছুদিন থাকার পাশাপাশি কাশ্মীরেও বেশ কয়েকবার ভ্রমণ করেছিল। কিন্তু কাশ্মীর এবং কলকাতার পর শিলিগুড়ি লাগোয়া উত্তরকন্যা এলাকাতে কি কারনে সে ঘাঁটি গেড়েছিল তা জানা যায়নি।
গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ। কোন জঙ্গি সংগঠনের সাথে বাবু ইসলামের সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার তাকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৮/মাহবুব