একটি বহুতল ভবনের চারতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা চিন্ময় রায় (৭৮)। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় ভারতের কলকাতার ই.এম.বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতাল (রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিউট অব কার্ডিয়াক সায়েন্সেস)-এ ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান টালিগঞ্জের বহু অভিনেতা-অভিনেত্রী-পরিচালক। এছাড়া যাদবপুর থানার পুলিশকেও এই দুর্ঘটনার খবর দেওয়া হয়।
দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন এলাকার ১৬/৯, আরবান কমপ্লেক্সের ফ্রেজ থ্রি’এর চারতলার ফ্ল্যাটে থাকেন অভিনেতা চিন্ময় রায়। পুলিশ সূত্রে খবর শনিবার রাতের দিকে ওই বহুতল ভবনের নীচ থেকে চিন্ময় রায়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঠিক কিভাবে ওই ভবনে নিজের ফ্ল্যাট থেকে নীচে পড়ে গেলেন তা এখনও পরিষ্কার নয়।
তবে অভিনেতার পরিবারের বক্তব্য ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনোভাবে উপর থেকে নীচে পড়ে যান। যদিও অভিনেতার এই পড়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই রহস্যের দানা বেঁধেছে।
হাসপাতাল সূত্রের খবর এই অভিনেতার মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।
গল্প হলেও সত্যি, চারমূর্তি, বসন্ত বিলাপ, ননী গোপালের বিয়ে, ধন্যি মেয়েসহ একাধিক ছবিতে সুনামের সাথে অভিনয় করেছেন চিন্ময় রায়। অভিনয় করেছিলেন সত্যজিত রায়ের ‘গুপি গায়েন ও বাঘা বায়েন’ ছবিতেও। কমেডি চরিত্রে তাঁর অভিনয় ছিল ঈর্ষণীয়। তার স্ত্রী জুঁই বন্দোপাধ্যায় অনেক আগেই প্রয়াত হয়েছেন। তবে ঘটনার সময় ছেলে সেখানে ছিলেন না। গল্প গ্রিনের ওই বহুতল আবাসনে একাই থাকতেন চিন্ময় রায়। তার ছেলে শঙ্খ থাকেন কলকাতার বিধাননগরে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম