কলকাতার স্পা’তে ঢুকে মধুচক্র চালানোর অভিযোগে উড়িষ্যার ক্ষমতাসীন দল বিজেডি'র (বিজু জনতা দল) সাবেক বিধায়ক নবীন নন্দকে আটক করা হয়েছে। যদিও গোটা ঘটনা অস্বীকার করে অভিযুক্ত সাবেক বিধায়ক জানিয়েছেন চোরের পিছনে ধাওয়া করতেই তিনি নাকি ওই স্পা’তে ঢুকে পড়েন!
বৃহস্পতিবার ব্যক্তিগত কাজে ওড়িষ্যা থেকে কলকাতায় আসেন নবীন নন্দ। রবিবার সকালে কলকাতা থেকে ভুবনেশ্বর ফিরে যাওয়ার কথা ছিল। এর মধ্যে শুক্রবার তাঁর সাথে ফোনে যোগাযোগ হয় কিন্তু শনিবার বিকাল থেকে নবীন নন্দের সাথে আর যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। রবিবার সকালে বাড়ি না ফেরার পরই ওইদিন বিকালেই বাবার খোঁজে কলকাতায় চলে আসেন নবীনের পুত্র সম্বিত নন্দ। নিখোঁজের অভিযোগ জানানো হয় শেক্সপীয়র থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। পরে নবীনের সন্ধান পাওয়া যায়।
পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রীট এলাকার একটি ফ্যামিলি স্পাতে যান নবীন নন্দ। আর স্পা-এর আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ওই সময়ই ওই স্পা’তে অভিযান চালায় কলকাতা পুলিশের একটি দল। নারী ও পুরুষ মিলিয়ে আটক করা হয় ১৮ জনকে। তাদের মধ্যেই ছিলেন উড়িষ্যার ক্ষমতাসীন দল বিজেডির সাবেক বিধায়ক ও স্পা’এর ম্যানেজারও।
রবিবার সাবেক বিধায়ককে আদালতে তোলা হয় এবং জামিনে ছাড়াও পান তিনি। এরপর ফিরে আসেন হোটেলে। কিন্তু পুলিশের হাতে আটকের পরও ওই অভিযুক্ত বিধায়ক নিজের পরিচয় না জানানো নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এই খবর প্রকাশ্যে আসার পরই দল থেকে বহিস্কার করা হয় নবীন নন্দকে।
যদিও সাবেক বিধায়ক নবীন নন্দ সমস্ত অভিযোগই অস্বীকার করে জানান, এটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, স্পা’তে যাওয়ার কোন উদ্দেশ্যই ছিল না। তিনি বলেন ‘আমি শনিবার সন্ধ্যা সাতটায় কেনাকাটা করতে বের হই এবং আমার মোবাইল ও মানিব্যাগটি পিক-পকেট হয়ে যায়। আমি একজনকে চ্যালেঞ্জ জানাই, তিনি তখন ওই স্পা’এ ঢুকে পড়েন। তাকে তাড়া করে আমিও ওই স্পা’তে যাই। সেসময়ই পুলিশ আমাকে খদ্দের ভেবে আটক করে। আমার কাছে ফোন না থাকার কারণে আমি কারও পরিবারের সাথে যোগাযোগও করতে পারিনি’।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৮/হিমেল