ভারতের ওড়িষ্যার পুরীর জগন্নাথদেবের রথযাত্রা ও রথের মেলা দেখতে এসে কলকাতায় নির্যাতনের শিকার হয়েছেন কয়েকজন বাংলাদেশি। তাদেরকে মারধরের পাশাপাশি তাদের কাছ থেকে রুপি ও মোবাইল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুরীর রথের মেলাতে দেখতে বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোমবারই বৈধ ভাবে (পাসপোর্ট-ভিসা) ভারতে আসেন শিবপদ সরকার ও তাঁর পাঁচ বন্ধু। তারা ওঠেন কলকাতার নিউটাউনের রামকৃষ্ণপল্লীতে অবস্থিত শিবপদের মামা শ্যামল ঢালির বাসায়। কিন্তু শ্যামল ঢালি সেসময় বাসায় না থাকায় পাশেই একটি ফাঁকে মাঠে বসে অপেক্ষা করতে থাকেন। এসময়ই কয়েকজন স্থানীয় যুবক তাদের জমায়েত দেখে পরিচয় জানতে চান। অভিযোগ বাংলাদেশি হওয়ার কারণেই তাদের ওপর হামলা চালায় ওই স্থানীয় যুবকরা। তাদেরকে মারধরের পাশাপাশি আনুমানিক এক লাখ রুপি, মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এর পর রাতেই শিবপদের মামা বাসায় ফেরার পর তাকে গোটা ঘটনাটি জানানো হয়। একইসাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সাথেও যোগাযোগ করেন ওই বাংলাদেশি নাগরিকরা। এরপর ডেপুটি হাইকমিশনের তরফেও নিউটাউন থানার সাথে যোগাযোগ করে গোটা ঘটনাটি জানান হয়। নড়ে চড়ে বসে পুলিশ। এরপর রাতেই অভিযুক্তদের ধরতে অভিযানে নামে পুলিশ এবং ঘটনাস্থলে গিয়ে ৫ জন দুর্বৃত্তকে আটক করে। মঙ্গলবার আটক ব্যক্তিদের আদালতে তোলা হয়।
সাতক্ষীরার আসাসনী থানার বাসিন্দা শিবপদ সরকার জানান, সোমবার রাতেই নিউটাউনে মামার বাড়িতে আমরা মোট ৬ জন আসি। কিন্তু মামা সেসময় বাড়িতে না থাকায় পার্শ্ববর্তী একটি মাঠে গিয়ে বসি। এরপর কয়েকজন যুবক এসে আমাদের নাম ও পরিচয় জানতে চায় এবং স্থানীয় একটি ক্লাবের মধ্যে নিয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশের বাসিন্দা বলতেই আমাদেরকে মারধর করা হয় এবং আমাদের কাছ থেকে রুপি চায়। একসময় জামার পকেট, মানি ব্যাগ হাতিয়ে আমাদের কাছ থেকে রুপি ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে আমরা নিউটাউন থানার সাথে যোগাযোগ করি ও অভিযোগ জানাই’। অবস্থা এমন পর্যায়ে এসেছে যে তাদের এখন বাড়ি ফিরে যাওয়ার রুপিও নেই বলে জানান শিবপদ। তাঁর দাবি ‘আমরা যেন নায্য বিচার পাই’।
অন্যদিকে নিউটাউনের রামকৃষ্ণপল্লির বাসিন্দা শিবপদের মামা শ্যামল ঢালি জানান, ‘আমার ভাগ্নে ও তার কয়েকজন বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসে। আমি সেসময় পাশের একটি অনুষ্ঠান বাড়িতে ছিলাম। আমাকে বাসায় না পেয়ে ভাগ্নে ও তার বন্ধুরা স্থানীয় একটি মাঠে বসেছিল, সেসময় সূর্য উদয় সংঘের কয়েকজন সদস্য এদেরকে মারধর করে ও রুপি, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ৫ জনকে আটক করে। এখন পর্যন্ত ছিনতাই হওয়া ৪টি মোবাইল ফিরে পেয়েছি, কিন্তু একটি মোবাইল এবং রুপি এখনও ফেরত পাইনি’।
বিডি-প্রতিদিন/০৩ জুলাই, ২০১৮/মাহবুব