ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে পরাস্ত করার ডাক দিলেন সঙ্গীতশিল্পী, গণআন্দোলন কর্মী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সাংসদ কবীর সুমন। ন্যায় ভাবে হোক বা অন্যায় ভাবে, সমস্ত মান-অভিমান দূরে সরিয়ে রেখে বিজেপি পরাস্ত করতে হবে বলে অভিমত সুমনের।
গতকাল বুধবার কলকতা প্রেস ক্লাবে আয়োজিত ‘লুঠেরা, দাঙ্গাবাজ বিজেপির গ্রাস থেকে দেশ বাঁচাও’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কবীর সুমন বলেন, ‘আমাদের একটাই লক্ষ্যই হল বিজেপি-আরএসএস-কে হারানো। তা সে যেভাবেই হোক। ন্যায় সঙ্গতভাবে অথবা অন্যায় সঙ্গতভাবে কিংবা এমনি হোক বা ওমনি হোক। যেভাবেই হোক ওদের ঠেকাবো। তার জন্য সাময়িক শত্রুতা ভুলে যেতে হবে, মান-অভিমান দূরে সরিয়ে রাখতে হবে। এজন্য আমাদের অনেক কিছুই মুলতবী রাখতে হবে’।
তিনি আরও জানান, ‘ইতিহাসে ১০ বা ১৫ বছর কিছু নয়। একটা জাতির কাছে এই বছরগুলো কিছু নয়। কিন্তু যেদিন বিজেপি জিতল ওই একটা দিন কি ভয়ঙ্কর আপনারা ভেবে দেখুন তো...’।
কবীর সুমনের অভিমত, ‘ওদের যদি না আটকাতে পারি তবে আমাদের ঘরের জায়গাটাই থাকবে না। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে তখন সাময়িক ভাবে অনেক কিছুই ভুলে যেতে হবে’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের কর্মী প্রসূন ভৌমিক, কবি প্রতুল মুখোপাধ্যায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৮/মাহবুব